স্বামীর কৃষি জমিরও ভাগ পাবেন হিন্দু বিধবা নারী
আইনজীবী উজ্জ্বল ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘১৯৩৭ সালের হিন্দু বিধবা সম্পত্তি আইন অনুসারে স্বামীর কৃষি-অকৃষি উভয় জমিতে বিধবা নারীর অধিকারে কথা আছে। তবে ১৯৪১ সালের ইন্ডিয়ান ফেডারেল কোর্টের রায় অনুযায়ী কৃষি জমিতে বিধবার অধিকার না দেওয়ার কথা রয়েছে। ফেডারেল কোর্টের রায় এতদিন ধরে অনুসরণ করা হতো। তবে ১৯৩৭ সালের ওই আইনটি ১৯৭২ সালে বাংলাদেশ গ্রহণ করে। দেশের আইনি পরিকাঠামোর মধ্য থেকেই কৃষি-অকৃষি উভয় ধরনের সম্পত্তিতে হিন্দু বিধবা নারীরা অধিকার পেতে পারেন বলে শুনানিতে বলেছি। দেশের রাষ্ট্র কাঠামো বিবেচনায় ফেডারেল কোর্টের ওই রায় প্রযোজ্য নয়। হিন্দু বিধবা নারীর কৃষি-অকৃষি উভয় সম্পত্তিতে অধিকার থাকবে বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন।’
আইনজীবী আব্দুল জব্বার প্রথম আলোকে বলেন, ‘জজ আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন হাইকোর্ট।’
তথ্যসুত্র
প্রথম আলো ০৩/০৯/২০২০
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নামমাত্র’ মূল্যে ইন্টারনেট পাবেন
এতে বলা হয়, ছাত্রছাত্রীরা জুম অ্যাপলিকেশনের মাধ্যমে অনলাইনে ক্লাসে অংশ নিতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের টেলিটকের নেটওয়ার্কের আওতায় থাকতে হবে। প্রতি মাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জ করা টাকা তাঁর মূল অ্যাকাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডেটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতম ডেটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।
তথ্যসুত্র
প্রথম আলো ০৩/০৯/২০২০
সিনহা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে: সেনাপ্রধান
গত ৩১ জুলাই টেকনাফের মেরিনড্রাইভ সড়কে মেজর (অব.) সিনহা পুলিশের গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যে তদন্ত হচ্ছে তাতে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘তদন্ত হচ্ছে, এখন এই ব্যাপারে কিছু বলা যায় না। কারণ যে ঘটনাটা ঘটেছে এটা সবাই জানে। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে এবং সেটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা তদন্তে বেরিয়ে আসবে এবং সাজা হলে সন্তুষ্টির প্রশ্ন আসবে।’
সিনহা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, ‘এটা একটা অত্যন্ত নৃশংস, জঘন্যতম হত্যার ঘটনা ঘটেছে। এটার তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করতে চাই, তদন্তটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। যারা প্রকৃত অপরাধী তাদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সেনাবাহিনীতে কর্মরত বা অবসরপ্রাপ্ত কারও সঙ্গে না ঘটে। আমি সেটা প্রত্যাশা করি।’
ঘটনাটি নিয়ে সেনাবাহিনীর নিজস্ব কোনো তদন্ত হচ্ছে কিনা প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর যেকোনো সদস্যের অস্বাভাবিক কোনো জিনিস হয়, সেটার ব্যাপারে আমাদের অবশ্যই নিজস্ব তদন্ত হয়। তা আমাদের বিভাগের প্রয়োজনে। আমরাও সে ধরনের একটি তদন্তের নির্দেশ সঙ্গে সঙ্গে দিয়েছিলাম। সে তদন্ত হচ্ছে।
তথ্যসুত্র
প্রথম আলো ০৩/০৯/২০২০
No comments:
Post a Comment